উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে আপনার দপ্তরের জাতীয় তথ্য বাতায়ন হালনাগাদকরণের নিমিত্তে সংশ্লিষ্ট দপ্তরের যাবতীয় গূরুত্বপূর্ণ সভার নোটিশ, সভার রেজ্যুলেশন, চলমান গূরুত্বপূর্ণ প্রকল্প, গূরুত্বপূর্ণ তালিকার নোটিশ, কর্মকর্তা ও কর্মচারীর তথ্য(সংযুক্ত ছক মোতাবেক) সহ অন্যান্য সকল তথ্য যা ওয়েব সাইটে হালনাগাদকরণ জরুরী সেই সমস্ত তথ্য আগামী ২২/১২/২০২০ ইং তারিখের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর দপ্তরে হার্ডকপি অথবা সফটকপি (shafalruet@gmail.com) মারফত জমা দানের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস